| |
               

মূল পাতা সারাদেশ মহানগর ‘দেশে অনিশ্চিয়তার কালো মেঘে ঘনীভূত হচ্ছে’


‘দেশে অনিশ্চিয়তার কালো মেঘে ঘনীভূত হচ্ছে’


রহমত নিউজ ডেস্ক     07 April, 2023     06:14 AM    


বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী বলেছেন, দেশে এখন অনিশ্চিয়তার কালো মেঘে ঘনীভূত হচ্ছে। নির্বাচন নিয়ে মানুষ হতাশ। বড় দলগুলো মুখোমুখি অবস্থান নিয়েছে, নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে না পারলে নির্বাচন করার কোন দাম নেই তথৈবচ নির্বাচন রাস্ট্রকে নিরাপদ ও স্থিতিশীল করবে না।

বৃহস্পতিবার (৬ এপ্রিল)  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে পুরানা পল্টনস্থ ভোজন হোটেলে মাহে রমযানের তাৎপর্য ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর আমীর প্রিন্সিপাল মাওলানা আবু তাহের খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, হেফাজত ইসলাম ঢাকা মহানগর আমীর মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, পার্টির যুগ্ম মহাসচিব ডা. মাওলানা ইলিয়াস খান, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের সাবেক সভাপতি মাওলানা আবদুল আউয়াল, মুফতী দ্বীনে আলম হারুনী, ইসলামী যুব সমাজের মহাসচিব মাওলানা আবদুল্লাাহ আল মাসউদ খান, মাওলানা ওয়াহিদুজ্জামান ফরিদপুরী  তেজগাও আমীর মাওলানা আশারাফ আলী। ক্বারী তালহা বেলালী, খিলগাঁও আমীর মাওলানা হাবিবুজ্জামান মিলন মাওলানা নুরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের সভাপতি এহতেশামুল হক সাখী, মহানগর সেক্রেটারি সহিদুল ইসলাম শাহীন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা