| |
               

মূল পাতা জাতীয় নির্বাচন কমিশন বিএনপিকে চিঠি দেওয়ার পেছনে সরকারের কোনো কূটকৌশল নেই: সিইসি


ফাইল ছবি

বিএনপিকে চিঠি দেওয়ার পেছনে সরকারের কোনো কূটকৌশল নেই: সিইসি


রহমত নিউজ     28 March, 2023     12:41 PM    


বিএনপিকে চিঠি দেওয়ার পেছনে সরকারের কোনো কূটকৌশল নেই জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আমরা কিন্তু সংলাপে আহ্বান করি নাই। সংলাপ বিষয়টা কিন্তু আনুষ্ঠানিক। আমরা কোনোভাবেই উনাদের সংলাপে আমন্ত্রণ জানাইনি। আমরা সুস্পষ্টভাবে বলেছি, আনুষ্ঠানিক না হলেও অনানুষ্ঠানিক আলোচনায় আপনারা আসতে পারেন।'

মঙ্গলবার (২৮ মার্চ) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।  

সিইসি বলেন, বিদেশিদের চাপে নয়, কমিশন নিজের তাগিদে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে। দলটির পক্ষ থেকে এজেন্ডা ঠিক করে দিলে তা নিয়ে আলোচনা হতে পারে।

 তিনি বলেন, কমিশন আশা করে গণমাধ্যম নয়, চিঠি দিয়েই উত্তর জানাবে বিএনপি। সরকারের আজ্ঞাবহ হয়ে কমিশন কোনো কাজ করে না বলেও দাবি করেন হাবিবুল আউয়াল।