| |
               

মূল পাতা জাতীয় সরকার সবাই সংযমী হলে রমজানে কোনো সমস্যা হবে না : বাণিজ্যমন্ত্রী


ফাইল ছবি

সবাই সংযমী হলে রমজানে কোনো সমস্যা হবে না : বাণিজ্যমন্ত্রী


রহমত নিউজ     15 March, 2023     01:21 PM    


রমজানে সবাই সংযমী হলে কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, এক মাসের বাজার একবারে করবেন না। ধাপে ধাপে কিনলে বাজারে চাপটা পড়বে না।

বুধবার (১৫ মার্চ) ‘জাতীয় ভোক্তা অধিকার’ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় ভোক্তাকে বাজারে হুমড়ি খেয়ে না পড়তে এবং ব্যবসায়ীদের ন্যায্যমূল্য রাখতে অনুরোধ জানান বাণিজ্যমন্ত্রী।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, অতিরিক্ত লাভের আশায় এমন কিছু করবে না, যাতে সাধারণ মানুষ কষ্ট পায়। ভোক্তারা যাতে সাশ্রয়ী দামে জিনিস কিনতে পারে, সেটিতে খেয়াল রাখতে হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বেই সংকট চলছে। তারপরেও শেখ হাসিনা সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করে যাচ্ছেন।

এ সময় সংকটময় মুহূর্তে বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে আছে বলেও জানান টিপু মুনশি।