| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী ‘তেজকুনিপাড়ায় বস্তির আগুনে অর্ধশতাধিক ঘর পুড়েছে’


‘তেজকুনিপাড়ায় বস্তির আগুনে অর্ধশতাধিক ঘর পুড়েছে’


রহমত নিউজ     14 March, 2023     09:40 AM    


রাজধানীর তেজকুনিপাড়ার রোলিং মিল বস্তিতে আগুনের ঘটনায় অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১৩ মার্চ) রাত ১০টায় ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী স্পট ব্রিফিংয়ে এ কথা বলেছেন। তিনি বলেন, আশপাশ থেকে পানির ব্যবস্থা করতে না পারা ও চিপা গলির কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়ি ঢুকতে সমস্যা হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। বস্তিটিতে চারতলা পর্যন্ত বাঁশ, কাঠ ও টিনের ঘর হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি কিছু তালাবদ্ধ ঘরের গ্যাস বা বৈদ্যুতিক লাইন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

তাজুল ইসলাম বলেন, আমরা জানতে পেরেছি বস্তির ঘরের কিছু কিছু রুম আটকানো ছিল। এসব তালাবদ্ধ রুম থেকে আগুনের সূত্রপাত। তবে গ্যাসের চুলা থেকে নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা এটা তদন্ত করে দেখব। আমরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। কোনো হতাহতের খবর পাইনি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা