| |
               

মূল পাতা সারাদেশ জেলা বঙ্গবন্ধু ভারতীয়দেরও আদর্শ : ভারতীয় হাইকমিশনার


বঙ্গবন্ধু ভারতীয়দেরও আদর্শ : ভারতীয় হাইকমিশনার


রহমত নিউজ ডেস্ক     03 March, 2023     06:44 PM    


বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য ছিল বাংলাদেশ এবং ভারতের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা। তাই এটি আমাদের দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে অনুপ্রাণিত করবে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের আদর্শ নয়, ভারতীয়দের জন্যও আদর্শ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে এসে হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা প্রদর্শন করছি। এ দেশের মানুষের অধিকার আদায় ও সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন। তাই শ্রদ্ধার সঙ্গে বলছি, বঙ্গবন্ধুর সমগ্র জীবনীতে উৎসর্গ রয়েছে। উভয় দেশের মানুষের মধ্যে হৃদয়ের সম্পর্ক বিদ্যমান। তাই দুই দেশের জনগণ সম্মিলিত হয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কাজ করেছিল। আগামীতে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে।

আজ (৩ মার্চ) শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে ভারতীয় হাইকমিশনার টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। এ সময় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারের প্রথম সেক্রেটারি শ্রী অনিমেষ, দ্বিতীয় সেক্রেটারি বৈভব গোনদানী, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মুনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা গোপালগঞ্জ টুংগীপাড়া