| |
               

মূল পাতা আন্তর্জাতিক তুরস্কে ১২৮ ঘণ্টা পর ২ মাস বয়সী শিশুকে জীবিত উদ্ধার


তুরস্কে ১২৮ ঘণ্টা পর ২ মাস বয়সী শিশুকে জীবিত উদ্ধার


রহমত নিউজ     12 February, 2023     09:32 AM    


গত সোমবারের ৭.৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়াতে ২৮ হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৬ হাজারের অধিক ভবন। হাজার হাজার মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তুরস্কের বাতাসে এখন লাশের গন্ধ। তারপরও অপেক্ষায় আছেন স্বজনরা। খবর এনডিটিভির।  

ভয়াবহ ভূমিকম্পের এক সপ্তাহ পার হতে চলছে। ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের আর বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।  তারপরও উদ্ধারকর্মীরা এ পর্যন্ত অনেক জীবিতদের উদ্ধার করেছেন। ঠাণ্ডা আবহাওয়ার মধ্যেও দিন রাত এক করে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে তারা।

গতকাল ঘটে গেল তেমনই এক অলৌকিক ঘটনা। ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর ২ মাস বসয়ী এক শিশুকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। 

তুরস্কের সংবাদ মাধ্যম জানায়, ভূমিকম্পের পাঁচদিন পর দুই বছর বয়সী এক শিশু, ছয় মাসের এক গর্ভবতী নারী এবং ৭০ বছরের এক বৃদ্ধাকে বের করা হয়। ফলে ধারনা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের মধ্যে অনেকে এখও বেঁচে আছেন।