| |
               

মূল পাতা জাতীয় ইসলামিক ফাউন্ডেশনে হজ প্রাক্‌-নিবন্ধন ও নিবন্ধন সেবাকেন্দ্র চালু


ইসলামিক ফাউন্ডেশনে হজ প্রাক্‌-নিবন্ধন ও নিবন্ধন সেবাকেন্দ্র চালু


রহমত নিউজ ডেস্ক     12 February, 2023     06:52 PM    


রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে হজ প্রাক্‌-নিবন্ধন ও নিবন্ধন সেবাকেন্দ্র চালু হয়েছে।

আজ (১২ ফেব্রুয়ারি) রবিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বশিরুল আলম এ সেবাকেন্দ্রের উদ্বোধন করেন। ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকে এই সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এই কেন্দ্রে হজ প্রাক্‌-নিবন্ধন ও নিবন্ধনসংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করা হবে। এ সেবা–সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ভবনের নিচতলার ১০৫ নম্বর কক্ষে সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। এ সেবাকেন্দ্রে হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সংক্রান্ত যাবতীয় সেবা দেওয়া হবে। হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সেবা সংক্রান্ত যেকোনো তথ্য দিতে তিনজন কর্মকর্তাকে দায়িত্বও দেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ (মোবাইল: ০১৫৫০৬৮৭০২২ ও ০১৭১৬২০৯৯১৫), সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান (০১৫৫০৬৮৭০৬৪, ০১৬৮৪০১৯১৬০) এবং দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকারকে (০১৭৫৮৪০৬৮৮৩) দায়িত্ব দেওয়া হয়েছে।