| |
               

মূল পাতা সারাদেশ জেলা ইসলামপুরে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা রোপন


ইসলামপুরে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা রোপন


ওসমান হারুনী     01 February, 2023     05:17 PM    


জামালপুরের ইসলামপুর কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয়ে কার্যক্রম বাস্তবায়নের লক্ষে ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা রোপন কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। 

আজ (১ ফেব্রুয়ারি) বুধবার জেলার ইসলামপুর সদরের শংকপুর গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে চারা রোপন কার্যক্রম শুভ উদ্বোধন করেন জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবীদ জাকিয়া সুলতানা, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপ-পরিচালক হারুন অর রশীদ ও ইসলামপুর সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিন। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামপুর উপজেলা কৃষি অফিসার এ.এল.এম রেজুয়ান।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ জামালপুর ইসলামপুর