| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন আজ জামিয়া মুনাওয়ারাহ ঢাকার ১২তম ওয়াজ মাহফিল


আজ জামিয়া মুনাওয়ারাহ ঢাকার ১২তম ওয়াজ মাহফিল


রহমত নিউজ ডেস্ক     09 January, 2023     02:05 AM    


জামিয়া মুনাওয়ারাহ ঢাকার ১২তম ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ (১০ জানুয়ারী) মঙ্গলবার বিকাল ৩টায় রনীমার্কেট কাঁচাবাজারের পশ্চিমে মাদরাসার নতুন ভবনের সামনে শুরু হবে।

মাহফিলে উপস্থিত থাকবেন, জামিয়া নূরিয়া ইসলামিয়ার মুহতামিম আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী। প্রধান অতিথি ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহাম্মদ হোসেন। কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করবেন, জামিয়া নূরিয়া ইসলামিয়ার শায়খুল হাদিস মাওলানা শেখ আজীমুদ্দীন

আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে  উপস্থিত থাকবেন, জামিয়া নুরিয়া ইসলামিয়া কারাঙ্গীরচরের শিক্ষাসচিব ও মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি হাবীবুর রহমান, শাহাবুদ্দীন জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি মোশাররফ হুসাইন, বাইতুল জান্নাত জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি খলীলুর রহমান, দারুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হুসাইন আহমদ, মসজিদুল ঈমান জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আব্দুজ জাহের, পূর্ব রসুলপুর দারুল উলূম আজিজিয়ার মুহতামিম মুফতি মুহাম্মদ রহমতুল্লাহ, বাইতুল মেরাজ জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি আব্দুর রহমান সরোয়ার, রনীমার্কেট মদীনাতুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা ফজলুল হক, ফাতেমাতুয যাহরা রাদিয়াল্লাহু আনহা বালিকা মাদরাসার মুহতামিম মুফতি সালীমুল্লাহ খান সালীম, বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি মুহাম্মদ আল আমিন।

ওয়ায়েজিনে কেরাম হিসেবে উপস্থিত থাকবেন, উত্তরা গাউসুল আজম জামে মসজিদের পেশ ইমাম মুফতি জুনাইদ আহমদ কাসেমী,লালবাগ বড়ভাট জামে মসজিদের খতীব মুফতি তানভির আহমদ সিদ্দীকী, বাইতুত তাকওয়া জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি ফরিদ আহমদ, লালবাগ চৌধুরীবাজার জামে মসজিদের খতীব মুফতি আ ফ ম আকরাম হুসাইন, আল আমীন জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি সাইফুল্লাহ নোমানী, বাইতুল মামুর জামে মসজিদের ইমাম মুফতি মাছুমবিল্লাহ আনসারী, নবীনগর দারুল উলূম মাদরাসার মুহতামিম মুফতি ডা. নাঈম আরাফাত নূরী, বড়গ্রাম বাইতুল আমিন জামে মসজিদের হাফিজ মাওলানা মতিউর রহমান ফাহাদ, মেন্দিবাড়ি নুরানী জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি আখতার হুসাইন। গজল পরিবেশন করবে সুরেরতরী শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।