| |
               

মূল পাতা রাজনীতি বিএনপি শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে পুলিশও ভদ্র হয়ে যাবে : গয়েশ্বর


ফাইল ছবি

শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে পুলিশও ভদ্র হয়ে যাবে : গয়েশ্বর


রহমত নিউজ     03 January, 2023     04:58 PM    


বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনে বাধা সরকারপ্রধান শেখ হাসিনা। তিনি আজকে ক্ষমতায় নেই, তো কাল থেকে পুলিশও ভদ্র হয়ে যাবে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ ঠাকুরগাঁও জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনে বাধা সরকারপ্রধান শেখ হাসিনা। তিনি যতক্ষণ ক্ষমতায় থাকবেন ততক্ষণ পুলিশের বাধা, র‌্যাবের বাধা, প্রশাসনের সব লোকের বাধা। বর্তমান সরকারপ্রধান আজকে ক্ষমতায় নেই, তো কাল থেকে পুলিশও ভদ্র হয়ে যাবে। পুলিশ জনগণের পক্ষে থাকবে, পুলিশও ভোট কাটতে আর রাত্রের বেলায় কেন্দ্র যাবে না। প্রশাসনও জনগণের খাদেম হিসেবে কাজ করবে।

তিনি বলেন, সেই কারণেই আমরা বলছি, শেখ হাসিনার পদত্যাগ হলো আগামী নির্বাচনে সুষ্ঠু অবাধের পূর্বশর্ত। এই শর্ত পূরণ হলে আমাদের সকল শর্তই পূরণ হবে। খালেদা জিয়া মুক্তি লাভ করবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ সকল নেতাকর্মী মুক্তি লাভ করবে। এমনকি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সশরীরে বাংলাদেশে জাতির নেতৃত্ব দিতে সক্ষম হবেন।

এ সময় সংগঠনের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন, বিএনপির আমিরুল ইসলাম খান আলিম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, কাজী আবুল বাশার, আনিসুর রহমান তালুকদার খোকন, ফরহাদ হোসেন আজাদ, আমিরুজ্জামান শিমুল ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।