| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি পোশাকের দাম কমালে অস্তিত্ব থাকবে না : বিজিএমইএ সভাপতি


পোশাকের দাম কমালে অস্তিত্ব থাকবে না : বিজিএমইএ সভাপতি


রহমত নিউজ ডেস্ক     12 November, 2022     06:40 PM    


অর্ডার কম আসার দোহাই দিয়ে যৌক্তিক মূল্যের চেয়ে কম দামে পোশাকের অর্ডার না নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

শনিবার (১২ নভেম্বর) রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে প্রাক-মেইড ইন বাংলাদেশ উইক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কারখানা মালিকদের প্রতি এ আহ্বান জানিয়েছেন বিজিএমইএ।

বিজিএমইএ সভাপতি বলেন, বায়াররা পোশাকের দাম কমায় না, দাম কমান পোশাক কারখানা মালিকরা। বিশ্ব মন্দার কারণে এখন আমাদের অর্ডার কমেছে, এই অজুহাতে যৌক্তিক মূল্যের চেয়েও কম মূল্যে পোশাক রপ্তানির অর্ডার নিচ্ছেন কারখানা মালিকরা। যৌক্তিক মূল্যের চেয়ে কম দামে পোশাক রপ্তানির অর্ডার নিলে আমাদের অস্তিত্ব থাকবে না।