| |
               

মূল পাতা সারাদেশ জেলা ধনী দরিদ্রের ব্যবধান দূর করতে হবে : প্রাণিসম্পদ মন্ত্রী


ধনী দরিদ্রের ব্যবধান দূর করতে হবে : প্রাণিসম্পদ মন্ত্রী


রহমত নিউজ     05 November, 2022     06:08 PM    


মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সমবায়ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সবাই এক হয়ে কাজ করে ভাগ্যের পরিবর্তন ঘটানো। তিনি চেয়েছিলেন দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি বাস্তবায়ন হবে। ধনী দরিদ্রের ব্যবধান দূর করতে হবে। বঙ্গবন্ধু ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মৌকুফ করেছিলেন।

আজ (৫ নভেম্বর) শনিবার সকালে পিরোজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ূন কবিরে সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান, জেলা সমবায় কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু ও জেলা কৃষকলীগের সভাপতি চান মিয়া মাঝি প্রমুখ।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু প্রথম ভূমিহীনদের আবাসনের জন্য সরকারি খাস জমি দেওয়া শুরু করেছিলেন। তাকে নির্মমভাবে হত্যা করার পর এ সব প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল সবুজ বিপ্লব ঘটানো। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আবারও খাস জমি ভূমিহীনদের দিয়েছেন। গৃহহীনদের আশ্রয়ের জন্য প্রকল্পের মাধ্যমে ঘর তৈরি করে দিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড করতে অতীতে কেউ সাহস করেনি। একমাত্র শেখ হাসিনা সরকারের আমলে এসব সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, কীভাবে অবৈধ দখল থেকে সরকারি জমি উদ্ধার করে সমবায়ীদের ও ভূমিহীনদের দিতে হবে এটা আমাদের পরিকল্পনায় রয়েছে। আমরা সেটা বাস্তবায়ন করব। আপনারা সত্যিকারের সমবায়ী হন। সমবায়ের নামে কিছু সংগঠন গড়ে উঠেছে যাদের কাজ হলো ভয়াবহ সুদের ব্যবসা করা। এতে করে সাধারণ মানুষ নিঃস্ব হচ্ছে। এর থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। গণমানুষের অর্থনৈতিক মুক্তির জন্য বঙ্গবন্ধু গণমুখী সমবায় আন্দোলনের ডাক দিয়েছিলেন। উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকার এ কাজ করে চলেছে। সরকারের এ লক্ষ্য পূরণে সমবায় সংগঠনগুলো ভূমিকা রাখবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: বরিশাল পিরোজপুর পিরোজপুর সদর