| |
               

মূল পাতা আন্তর্জাতিক সাগরে ভাসতে থাকা ২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করলো ভারত


সাগরে ভাসতে থাকা ২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করলো ভারত


আন্তর্জাতিক ডেস্ক     27 October, 2022     06:52 AM    


ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নৌকাডুবির ঘটনায় সাগরে ভাসতে থাকা ২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড। উদ্ধারকৃতদের বাংলাদেশে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে এক টুইট বার্তায় এ তথ্য জানায় ভারতীয় কোস্ট গার্ড।

এদিন সংস্থাটি জানায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপকূল থেকে বিচ্ছিন্ন হওয়া ২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করা হয়েছে। বিদ্যমান সমঝোতা স্মারক অনুযায়ী এসব জেলেদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে সোমবার (২৪ অক্টোবর) রাতে ঘূর্ণিঝড় সিত্রাং আঘাতের পর থেকে সারাদেশের বিভিন্ন প্রান্তে এ পর্যন্ত ৩০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর জানা যায়।