| |
               

মূল পাতা সারাদেশ জেলা শুক্রবার বায়তুল মুকাররম দক্ষিণ গেইটে কুইজ প্রতিযোগীতা


শুক্রবার বায়তুল মুকাররম দক্ষিণ গেইটে কুইজ প্রতিযোগীতা


রহমত নিউজ     20 October, 2022     11:28 PM    


ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী বইমেলা উপলক্ষে ‘ আর্দশ জাতি বিনির্মাণে ইসলামী বই’ শীর্ষক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতার আয়োজন করেছে নূরুন আলা নূর ইসলামিক সেন্টার।

শুক্রবার (২১ অক্টোবর) বাদ আসর বায়তুল মুকাররম দক্ষিণ গেইটে এ সভা অনুষ্ঠিত হবে।

উপস্থিত থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালযয়ের আরবী বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল কাদের, মাসিক মদীনার সম্পাদক ড. আহমদ বদরুদ্দীন খান, ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ড. ওয়ালিউর রহমান খান নদভী, ঢাকা বিশ্ববিদ্যালযয়ের শিক্ষক ড. আহসানুল হাদী, মারকাজুশ শাইখ আরশাদ আলী মাদানীর সভাপতি আলহাজ্ব সৈয়দ জহির উদ্দীন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা নুরুদ্দীন, মিডিয়া ব্যক্তিত্ব এইচ এম বরকতউল্লাহ, দৈনিক প্রথম আলাের ধর্মীয় লেখক মুফতি শায়খ উসমান গনি, কারী আব্দুল্লাহ, ড. বাশির, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা সাদিকুর রহমান আজহারী, মাওলানা রুহুল আমিন সাদী, জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মুফতি জাবের কাসেমী, দৈনিক নয়া শতাব্দীর সহ-সম্পাদক আলী হাসান তৈয়ব, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আফজাল হোসাইন, দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক মাওলানা তােফায়েল গাজালি, দৈনিক আলােকিত বাংলাদেশের সহ-সম্পাদক মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ, আওয়ার ইসলামের নির্বাহী সম্পাদক  আবদুল্লাহ তামিম, ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক তানজিল আমির, রেডিও-৭১-এর ইসলামিক আরজে মাওলানা মামুন চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের সহ-সম্পাদক মাওলানা বেলায়েত হােসাইন, কওমি পরিষদ বাংলাদেশের সদস্য সচিব মাঈনুদ্দীন ওয়াদুদ, রেডিও ধ্বনির ইসলামিক আরজে মাহমুদুল হাসান জালিস,সুহাইল আহমদ, আমিরুল মু'মিনীন মানিক, উবায়দুর রহমান, আমির হামজা সিদ্দিকী, নিজাম উদ্দিন আল আদনান, আহমদ ইসলামাবাদী,বিশ্বজয়ী হাফেজ এমদাদুল্লাহ, সাইফুল্লাহ তামীম, নুর হােসাইন সবুজ, বান্দা মুহাম্মাদ ইমদাদুল্লাহ প্রমুখ।

বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন, জাগ্রত কবি মুহিব খান।

সভাপতিত্ব করবেন, নূরুন আলা নূর ইসলামিক সেন্টারের চেয়ারম্যান মাসুম বিল্লাব বিন রেজা। সার্বিক তত্ত্বধানে গুলিস্তান পীর ইয়ামেনি জামে মসজিদের খতীব মুফতি ইমরানুল বারী সিরাজী।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা পল্টন মডেল