| |
               

মূল পাতা জাতীয় সরকার এবার ৩ পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসর


এবার ৩ পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসর


রহমত নিউজ     18 October, 2022     07:42 PM    


এবার তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে পাঠানো পুলিশ সুপাররা হলেন, মীর্জা আবদুল্লাহেল বাকী, দেলোয়ার হোসেন মিঞা ও মুহম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী। এ তিন পুলিশ কর্মকর্তার মধ্যে মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী ও দেলোয়ার হোসেন মিঞা বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের। আর মীর্জা আবদুল্লাহেল বাকী বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।

আজ (১৮ অক্টোবর) মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে তথ্যসচিব মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। চাকরির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই বাধ্যতামূলক অবসরের আদেশ পাওয়ার পরদিন সোমবার (১৭ অক্টোবর) তিনি বলেন, সরকারবিরোধীদের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না।

রাষ্ট্রপতির আদেশে সিনিয়র সচিব আখতার হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সই করা  প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।