| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার


অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার


রহমত ডেস্ক     16 October, 2022     01:19 PM    


তিন নারী পুলিশ সুপারসহ চার কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন— পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার বেগম তাপতুন নাসরীন, সিলেট মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বেগম জেসমিন বেগম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বেগম হামিদা পারভীন।

রোববার (১৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস।

প্রজ্ঞাপনে বলা হয়, তিন জন নারী এসপিসহ চার জন এসপিকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্ব-স্ব পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।