| |
               

মূল পাতা জাতীয় রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা


রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা


রহমত নিউজ ডেস্ক     14 October, 2022     01:55 PM    


রাজধানীতে দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সারাদেশে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে দুপুরের পর ঢাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময়ে ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার।

গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৩৫ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।