| |
               

মূল পাতা আন্তর্জাতিক ভবিষ্যতে একজন হিজাব পরা মুসলিম মেয়ে ভারতের প্রধানমন্ত্রী হবে: ওয়াইসি


ভবিষ্যতে একজন হিজাব পরা মুসলিম মেয়ে ভারতের প্রধানমন্ত্রী হবে: ওয়াইসি


আন্তর্জাতিক ডেস্ক     14 October, 2022     09:51 PM    


অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, ভবিষ্যতে একজন হিজাব পরা মুসলিম মেয়ে ভারতের প্রধানমন্ত্রী হবে। শুক্রবার (১৪ আক্টোবর) ওয়াইসির ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।

ওয়াইসি বলেন, ‘আমাদের মেয়েরা স্বেচ্ছায় হিজাব পরিধান করছিল এবং তা পরিধান করতে থাকবে ইনশাআল্লাহ। কারণ, ভারতের আইন ও সংবিধানে এর অনুমতি দেওয়া হয়েছে। কুরআনে করীমে সূরা আহযাব এবং নূরের মধ্যে আল্লাহ তায়ালা ওই বিষয়ে নির্দেশ দিয়েছেন। আপনারা বললেই আমরা আমাদের দ্বীন নিয়ে আপোস করব না এটা মনে রাখতে হবে। আপনাদের যা পরিধান করার তা পরুন, আমাদের যা পরিধান করার আমরা তা পরিধান করব।’ 

‘ভারতের স্বাধীনতার জন্য আমাদের বুজুর্গরা জীবন উৎসর্গ করেছিলেন। আজ সেই ভারতে আমাদের মেয়েদের প্রশ্ন করা হচ্ছে আপনি কেন  হিজাব পরেন?’ তিনি বলেন, ‘আজ না হোক কাল, একজন হিজাব পরা মুসলিম মেয়ে ভারতের প্রধানমন্ত্রী হবে।’ 

ওয়াইসি এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে বলেন, ‘আমি আগেও একথা বলেছি এবং আজও বলছি। এ কারণে অনেকের পেটে ব্যথা, হার্টে সমস্যা হয়েছে। রাতে ঘুমাতে পারেনি, আমি যখন বলেছিলাম আমার জীবদ্দশায় না হলে একদিন আমার জীবনের পরে এ দেশের প্রধানমন্ত্রী হবেন হিজাব পরা মুসলিম মেয়ে।’

তিনি বলেন, এ কথা শুনে কিছু মানুষ গভীরভাবে কষ্ট পেয়েছেন। এটা আমার স্বপ্ন, এতে ক্ষতি কী? ওয়াইসি বলেন, ‘হিজাব পরা হয় কারণ আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন। ভারতের সংবিধান অনুসারে হিজাব, পছন্দের অধিকার, এটি  আমার পছন্দ, সংস্কৃতির অধিকার এবং এটি আমাদের সংস্কৃতির অংশ। তিনি বলেন, আমাদের মেয়েরা মাথা কোনো কাপড় দিয়ে ঢাকলে তার মানে এই নয় যে সে তার মগজ ঢেকে ফেলেছে।’  

‘যখন একজন হিন্দু, একজন শিখ এবং একজন খ্রিস্টান ছাত্রীকে তাদের ধর্মীয় পোশাকে ক্লাসে প্রবেশ করতে দেওয়া হয় এবং একজন মুসলিম ছাত্রীকে বাধা দেওয়া হয়, এমতাবস্থায় মুসলিম ছাত্রীকে নিয়ে তারা কী ভাববে? স্পষ্টতই, তারা মনে করবে মুসলমানরা আমাদের নীচে’ বলেও মন্তব্য করেন ‘মিম’প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি। 

-পার্সটুডে