| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন কুয়েতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই হাফেজ


কুয়েতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই হাফেজ


রহমত নিউজ     13 October, 2022     07:22 AM    


কুয়েত ধর্ম মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১১৭টি দেশের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন হাফেজ তাওহিদুল ইসলাম ও হাফেজ আবু রাহাত।

বুধবার (১২ অক্টোবর) কুয়েতের ধর্মমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতের নবনির্বাচিত সংসদ সদস্যরা। এছাড়া কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশিকুজ্জামানসহ ১১৭টি দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। কুয়েতের সালওয়ার নিকটবর্তী আলবিদা রেজিন্সি হোটেলের হলরুমে ১৩ অক্টোবর শুরু হওয়া প্রতিযোগিতাটি ১৯ অক্টোবর পর্যন্ত চলবে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে কুয়েতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন হাফেজ তাওহিদুল ইসলাম ও হাফেজ আবু রাহাত। তাদের সঙ্গে রয়েছেন বিশ্বসেরা পুরষ্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক শায়খ নেছার আহমাদ আন নাছিরী।

কুমিল্লার দেলোয়ার হোসেনের ছেলে হাফেজ তাওহিদুল ইসলাম এরই মধ্যে দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৭০টি দেশের মধ্যে ১০ম স্থান অধিকার করে। অন্যদিকে সিরাজগঞ্জের রমজান আলীর ছেলে হাফেজ আবু রাহাত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২০ পিএইচপি কুরআনের আলোয় প্রথম স্থান অধিকার করে।