| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক নেয়ামত উল্লাহ


চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক নেয়ামত উল্লাহ


রহমত ডেস্ক     20 September, 2022     08:41 PM    


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ নেয়ামত উল্লাহ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের উপ-পরিচালক মো. রাশেদ-বিন-আমিন চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩-এর ১ম সংবিধির ৭নং ধারা মোতাবেক আরবি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ নেয়ামত উল্লাহকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ ২১ সেপ্টেম্বর ২০২২ আগামী তিন বছরের জন্য উক্ত বিভাগের সভাপতি নিয়োগ করা হলো।

আজ (২০ সেপ্টেম্বর) মঙ্গলবারদুপুর ১২টার দিকে বিভাগটির সেমিনার কক্ষে এক সম্মেলন সভা করে নতুন সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী। সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. রফিক আহমদ, অধ্যাপক ড. এস.এম রফিকুল আলম, অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, অধ্যাপক ড. নূরুল ইসলাম, অধ্যাপক ড. ফরিদুদ্দিন, অধ্যাপক ড. আম কাজী হারুন-উর-রশীদ, ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস সিদ্দিকী, অধ্যাপক ড. এ.এফ.এম আমিনুল হক, অধ্যাপক ড. হাফেজ মোহাম্মদ বদরুদ্দোজা, অধ্যাপক ড. আহমদ আলী ও অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হকসহ বিভাগের সব শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য যে, অধ্যাপক ড. মোহাম্মদ নেয়ামত উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে ১৯৯২ সালে স্নাতক (সম্মান) ও ১৯৯৩ সালে স্নাতকোত্তর পাশ করেন। এরপর ২০০৪ সালের ১ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে শিক্ষক হিসেবে জয়েন করেন। এছাড়া তিনি মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে ‘বাংলাদেশের উচ্চ শিক্ষায় ইসলামি শিক্ষার কারিকুলাম’ থিসিসের ওপর পিএইচডি অর্জন করেন।