| |
               

মূল পাতা আন্তর্জাতিক ভূমিকম্পে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৭৪


ভূমিকম্পে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৭৪


আন্তর্জাতিক ডেস্ক     08 September, 2022     08:46 AM    


চীনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ২৫৯ জন। নিখোঁজ রয়েছেন ২৬ জন। আটকা পড়াদের জীবন বাঁচাতে এখনও চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করছেন উদ্ধারকর্মীরা। এ দিকে ‍সিচুয়ান প্রদেশে শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়ার অধিদপ্তর। পিপলস ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

২০১৭ সালের পর থেকে সিচুয়ান প্রদেশে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। এতে অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে বিদ্যুৎ, পানি ও টেলিযোগাযোগ ব্যবস্থায় মারাত্মক ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, সোমবার (৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিয়াচুন প্রদেশে এ ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটে। সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার (২৬ মাইল) দক্ষিণ-পূর্বে ১০ কিলোমিটার গভীর পর্যন্ত আঘাত হানে ভূকম্পনটি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূকম্পনটি ছিল ৬ দশমিক ৬ মাত্রার। ব্যাপক কম্পনে প্রত্যন্ত অঞ্চলের বাড়িঘর বিধ্বস্ত হয় এবং কিছু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।