| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী ‘বঙ্গবন্ধুর আদর্শ ছাড়া দেশ এগিয়ে নেওয়া সম্ভব না’


‘বঙ্গবন্ধুর আদর্শ ছাড়া দেশ এগিয়ে নেওয়া সম্ভব না’


রহমত ডেস্ক     02 September, 2022     04:29 PM    


জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, যে যেই আদর্শের থাকুক না কেন, আমাদের বঙ্গবন্ধুর এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে বুকে নিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না।

আজ (২ সেপ্টেম্বর) শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকার সাধারণ সভায় তিনি এ সব কথা বলেন।  ফোরামের সভাপতি রাহুল রাহার সভাপতিত্বে সভায় ফোরামের অন্তর্ভুক্ত সদস্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের উন্নয়নকে পিছিয়ে ফেলা হয়েছে। দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করেছিল সে সময়, দেশকে পিছিয়ে রাখার জন্য। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি সুন্দর এবং সমৃদ্ধশালী সোনার বাংলা উপহার দিতে চাই। তাহলে তাদের জন্য হলেও আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তবে বর্তমানে দেশের অনেক পরিবর্তন হয়েছে। একটা স্থাপনা তৈরির মাধ্যমে দেশের অনেক ট্রান্সফর্মেশন হয়েছে। আরেকটি ট্রান্সফর্মেশন হচ্ছে নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর হয়ে। সমসাময়িক পুরো বিশ্বে যে সংকট দেখা দিয়েছে, সরকার সে সংকটের খুব দ্রুতই উত্তরণ ঘটাতে পারব।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা