| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ ছাত্রলীগকে অর্থের পেছনে না ঘুরে মানুষের সেবায় কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর


ছাত্রলীগকে অর্থের পেছনে না ঘুরে মানুষের সেবায় কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর


রহমত ডেস্ক     31 August, 2022     03:04 PM    


ছাত্রলীগের নেতাকর্মীদের অর্থ সম্পদের পেছনে না ঘুরে মানুষের সেবায় কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা ক্ষমতায় আছি বলে বাহিরের অনেকেই দলে ঢোকার চেষ্টা করে এবং গোলমাল করে। বদনামটা ছাত্রলীগের ওপর পড়ে। ছাত্রলীগকে সংগঠন করার সময় গ্রুপ বাড়ানোর জন্য এ রকম আলতু-ফালতু লোক দলে ঢোকাবে না। তাতে নিজেদের বদনাম, দলের বদনাম, দেশের বদনাম। আর অর্থ সম্পদের পেছনে না ঘুরে মানুষের সেবায় কাজ করতে হবে।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু সংগঠন করার জন্য মন্ত্রিত্ব ছেড়েছিলেন। তবে এখন মন্ত্রিত্ব পেতে অনেকে সংগঠন করে। সংগঠন শক্তিশালী করতে যেকোনো ত্যাগ স্বীকার করতে নেতাকর্মীদের সেরকম মনমানসিকতা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, গ্রুপ ভারি করার জন্য যাকে তাকে দলে ঢোকানো যাবে না। এ বিষয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

এখন তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানের যুগ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শিক্ষায়-দীক্ষায় উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সেভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। কারণ দেশ চালাতে গেলে শিক্ষা, জ্ঞানের প্রয়োজন আছে এবং ইতিহাস জানার প্রয়োজন আছে।

প্রধানমন্ত্রী বলেন, অনেক ঘাত-প্রতিঘাতের পর আমরা ক্ষমতায় এসেছি। বাংলাদেশের এত উন্নতি আমরা করতে পেরেছি, একটা উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে উন্নীত করতে পেরেছি; যেটা জাতির পিতা স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন।

আমাদের অনেক দূর যেতে হবে বলে  উল্লেখ করে সরকারপ্রধান বলেন, আমি পরিকল্পনা করে দিয়ে যাচ্ছি। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ যেমন হবে, ২১০০ সালের ডেল্টা প্ল্যান সেটাও প্রমাণ করে দিয়েছি। কাজেই আগামীতে সেটা অনুসরণ করলে বাংলাদেশের অগ্রযাত্রা ধরে রাখতে পারবে।