| |
               

মূল পাতা আন্তর্জাতিক খুললই না অ্যাম্বুলেন্সের দরজা, ভেতরে ছটফট করতে করতে চলে গেলো প্রাণ


খুললই না অ্যাম্বুলেন্সের দরজা, ভেতরে ছটফট করতে করতে চলে গেলো প্রাণ


আন্তর্জাতিক ডেস্ক     31 August, 2022     08:16 AM    


ভারতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন এক ব্যক্তি। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোনো এক অজানা কারণে অ্যাম্বুলেন্সের দরজা আটকে যায়। এরপর বহু চেষ্টা করেও সেই দরজা আর খোলা যায়নি। এতে অ্যাম্বুলেন্সের ভেতরই ছটফট করতে করতে মারা যান আহত ওই ব্যক্তি।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের কেরালায় এ ঘটনা ঘটেছে। অ্যাম্বুলেন্সে প্রাণ হারানো ওই ব্যক্তির নাম কোয়ামন (৬৬)। তিনি ফেরোকোর বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলের দিকে ওই ব্যক্তি মারা যান। প্রায় আধা ঘণ্টা আটকে ছিল অ্যাম্বুলেন্সের দরজা। এতে কোয়ামনকে হাসপাতালে ক্যাজুয়েলটি ওয়ার্ডে নিতে দেরি হয়।

অ্যাম্বুলেন্সের দরজা খোলার চেষ্টা করেন এটির চালক ও অ্যাটেন্ডেন্ট। কিন্তু তারা ব্যর্থ হন। সময় বাড়তে থাকে। এতে মানুষজন অ্যাম্বুলেন্সের জানালার কাঁচ ভেঙে ফেলেন। পরে ভেতর থেকে অ্যাম্বুলেন্সের দরজা খোলেন।

একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন কোয়ামন। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিকেল কলেজ পুলিশ জানিয়েছে, এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য পায়নি তারা।