| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত কক্সবাজারে দুই কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার


কক্সবাজারে দুই কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার


রহমত ডেস্ক     25 August, 2022     09:51 AM    


কক্সবাজারে ২০টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৩৪ বিজিবি) সদস্যরা। ওই যুবকের নাম কবির আহম্মদ (৩০)। বৃহস্পতিবার (২৫ আগস্ট) কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক কর্নেল মো. মেহেদি হোসাইন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক যুবক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার বালুখালীর তুমব্র পশ্চিমকুল এলাকার জাফর আহমদের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ঘুমধুম বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কিছু চোরাকারবারি বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এ খবরে বিওপি’র একটি টহলদল উখিয়া উপজেলার ৫ নম্বর পালংখালী ইউপির কাস্টম মোড়ে ফাঁদ পাতে।

বিকেল সাড়ে ৩টায় একজন ব্যক্তিকে সীমান্ত থেকে কুতুপালং-এর দিকে আসতে দেখে সন্দেহজনক হিসেবে আটক করে বিজিবি। তাকে তল্লাশি করে কোমরে লুঙির ভাঁজে লুকিয়ে রাখা ২০টি স্বর্ণের বার উদ্ধার করে। যার মূল্য দুই কোটি ২৭ লাখ ৮১ হাজার ৬৮৭ টাকা এবং ওজন ৩,৩২১.৫৭ গ্রাম। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।