| |
               

মূল পাতা জাতীয় খাদ্য আমদানিতে কোনো বাধা নেই: বাণিজ্যমন্ত্রী


খাদ্য আমদানিতে কোনো বাধা নেই: বাণিজ্যমন্ত্রী


রহমত ডেস্ক     25 August, 2022     04:45 PM    


খাদ্য আমদানিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন  বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, খাদ্যসামগ্রী আমদানির বিষয়ে আলোচনা হয়েছে। খাদ্য আমদানির ক্ষেত্রে রাশিয়া হোক বা ইউক্রেন আন্তর্জাতিকভাবে কোনো বাধা নেই।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, খাদ্যসামগ্রী আমদানির বিষয়ে আলোচনা হয়েছে। খাদ্য আমদানির ক্ষেত্রে রাশিয়া হোক বা ইউক্রেন হোক আন্তর্জাতিকভাবে কোনো বাধা নেই। পৃথিবীতে গ্লোবালি ২৪টা ব্যাংক আছে, যেগুলোর মাধ্যমে আমরা ডলারের বিনিময়ে আমদানি করতে পারি। খাদ্যের প্রয়োজন হলে তো আনতেই হবে।

তিনি বলেন, খাদ্যের মজুত কেমন আছে, সার্বিক বিষয়ে আজ বৈঠক আলোচনা করেছি। আমাদের খাদ্য আমদানি নিয়ে কোনো সমস্যা নেই, আন্তর্জাতিকভাবেও কোনো সমস্যা নেই। সেটা নিয়েই সরকারি উচ্চপর্যায়ের বৈঠক বিস্তারিত আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো আলোচনা হয়নি। ডলার সস্তায় খোঁজার ব্যাপারটি আলাদা। তবে এটি নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। আমরা চেষ্টা করবো ডলার রেটটা বাড়াতে। রফতানির বিষয়ে কথাবার্তা হয়েছে। আজ সবাইকে জানানো হয়েছে খাদ্য আমদানিতে কোনো বাধা নেই।