| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত ওয়াসার এমডির ব্যাংক হিসাব তলব


ওয়াসার এমডির ব্যাংক হিসাব তলব


রহমত ডেস্ক     25 August, 2022     01:56 PM    


ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বৃহস্পতিবার (২৫ আগস্ট) তার ব্যাংক হিসাব তলব করা হয়।

আগামী ২৯ আগস্টের মধ্যে সব তথ্য দিতে বলা হয়েছে। একইসঙ্গে তার পরিবারের সদস্যদেরও ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। তাকসিম এ খানের ব্যাংক হিসাব চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বিএফআইইউ।

চিঠিতে তাকসিম এ খানের জাতীয় পরিচয়পত্র নম্বর- ২৬৯৬৫৩৬০৯০৩৪৪, পাসপাের্ট নম্বর- ই০০২৩২৮৩, ওসি২২৬০৩৫২, ওসি৭০৭২৬২৬, জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাকসিম এ খানের পরিবারের সদস্যদের বর্তমানে ও আগে পরিচালিত ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য ও দলিলাদি ও শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী পাঁচ কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

সম্প্রতি তাকসিম এ খানকে এমডি পদ থেকে সরাতে কেনো নির্দেশ দেয়া হবে না, সে প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট। ব্যবস্থাপনা পরিচালক পদে তিনি গত ১৩ বছরে কত বেতন-ভাতা নিয়েছেন, সেই হিসাবও দাখিলের নির্দেশনা দেয়া হয়।

২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান প্রকৌশলী তাকসিম এ খান। এরপর ধাপে ধাপে সময় বাড়িয়ে তিনি এখনো বহাল তবিয়তে আছেন। বিতর্কিত তাকসিম এ খানের পুনর্নিয়োগের ক্ষেত্রেও বিধি মানা হয়নি বলে অভিযোগ রয়েছে।

এছাড়া প্রকল্প ব্যয় বাড়ানো, ঠিকাদার নিয়োগে সিন্ডিকেট, ঘুষ লেনদেন, পদ সৃষ্টি করে পছন্দের লোককে চুক্তিভিত্তিক নিয়োগ, অপছন্দের লোককে ওএসডি করাসহ বিস্তর অভিযোগ রয়েছে ওয়াসার এমডির বিরুদ্ধে।