| |
               

মূল পাতা আন্তর্জাতিক ‘আমরা পাঁচ মুসলমানকে পিটিয়ে মেরেছি: তোমরাও মারো, জামিনের দায়িত্ব আমার’ (ভিডিও) 


বিজেপি নেতা জ্ঞানদেব আহুজা। ছবি - সংগৃহীত

‘আমরা পাঁচ মুসলমানকে পিটিয়ে মেরেছি: তোমরাও মারো, জামিনের দায়িত্ব আমার’ (ভিডিও) 


আন্তর্জাতিক ডেস্ক     23 August, 2022     10:18 AM    


এবার প্রকাশ্যে ক্যামেরার সামনে গণপিটুনি দিয়ে ৫ মুসলমানকে হত্যার কথা স্বীকার করলেন ভারতের রাজস্থানের আলওয়ারের বিজেপি নেতা জ্ঞানদেব আহুজা। ভাইরাল হওয়া এক ভিডিওতে তাকে গর্বের সুরে বলতে শোনা যায়, ‘এখন পর্যন্ত আমরা পাঁচ জনকে পিটিয়ে হত্যা করেছি। তোমরাও মারো। জামিন করানোর দায়িত্ব আমার।’

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২০ আগস্ট) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেন রাজস্থান কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং দোতাসরা। ভিডিওর ক্যাপশনে দোতাসরা লেখেন, ‘এটাই হচ্ছে বিজেপির আসল চেহারা। ধর্মের নামে সন্ত্রাস করা আর গোমাতার নামে মানুষ হত্যা করাই ওদের সংস্কৃতি। এই ভিডিওটি তার সবথেকে বড় প্রমাণ।’

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানান সমালোচনা। ভিডিওতে জ্ঞানদেব আহুজাকে বলতে শোনা যায়, ‘আমি আমার কর্মীদের পুরোপুরি ছাড় দিয়ে রেখেছি। আমি বলেছি তোমরা মারো। জামিন করানোর দায়িত্ব আমার।’

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চিরঞ্জিলাল সাইনি নামের এক হিন্দু যুবককে চুরির অভিযোগে মারধোর করে স্থানীয় কয়েকজন মুসলমান যুবক। এরপর ওই যুবক স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সেই ঘটনার প্রতিবাদেই ওই এলাকায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে সাইনির পরিবারের সঙ্গে কথা বলার সময় এমন বিতর্কিত মন্তব্য করেন রাজস্থানের আলওয়ারের বিজেপি নেতা জ্ঞানদেব আহুজা।

এদিকে এই বক্তব্যে কোনো দায় বিজেপি নেবে না বলে জানিয়েছেন আলওয়ার জেলার বিজেপি সভাপতি। তিনি জানান, ‘এই কথাগুলো জ্ঞানদেব আহুজার ব্যক্তিগত। দল তার এই ধরণের বক্তব্য সমর্থন করে না। এই বক্তব্যে কোনো দায় আমরা নেবো না ’

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে...