| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল 'তরুণীর অর্ধ-নগ্ন পোশাক নিয়ে আদালতের পর্যবেক্ষণ যথাযথ ও প্রশংসাযোগ্য'


'তরুণীর অর্ধ-নগ্ন পোশাক নিয়ে আদালতের পর্যবেক্ষণ যথাযথ ও প্রশংসাযোগ্য'


রহমত ডেস্ক     21 August, 2022     08:58 AM    


"সভ্য দেশে এমন পোশাক পরে রেল স্টেশনে যাওয়া যায় কি?" হাইকোর্টের এমন মন্তব্যকে সাধুবাদ জানিয়েছেন খেলাফত ছাত্র আন্দোলন ঢাকা মহানগরীর আমির মুফতি আব্দুর রহমান। তিনি বলেন,  এদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। এদেশে একটা সভ্য সমাজ আছে। আছে সভ্য সংস্কৃতি। এখানকার পুরুষরা নারীদের সম্মানের চোখে দেখে। এদেশের নারীরা শালীন পোষাক পরে। এটাই নারী পোষাকের বাঙালি সংস্কৃতি। বিজাতীয় সংস্কৃতির দোহাই দিয়ে নগ্নতা-অশ্লীলতা ছড়িয়ে দেয়ার চেষ্টা এদেশের নারী পুরুষ কেউ মেনে নেবেনা।

শুক্রবার (১৯ আগস্ট ২০২২) রাজধানীর কেল্লার মোড় খেলাফত মিলনায়তনে খেলাফত ছাত্র আন্দোলন ঢাকা মহানগরীর প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তথাকথিত নারী অধিকার ও মানবাধিকার সংগঠনের সমালোচনা করে আব্দুর রহমান বলেন, অর্ধ-নগ্ন পোষাক পরার স্বাধীনতা কোনো মানবাধিকারের মধ্যে পরেনা। নারীর ব্যক্তিগত অধিকার এবং নিরাপত্তা তখনই নিশ্চিত হবে যখন নারী সভ্য সমাজে সভ্য পোষাকে চলাফেরা করবে।

খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগরীর সহ সভাপতি মুহাম্মদ আরমান হুসাইন বলেন, হাইকোর্টের এমন পর্যবেক্ষণ নারীদের অশালীন পোশাক পরে বিপুল জনসমাগমস্থলে উপস্থিত হতে নিরুৎসাহিত করবে। তদুপরি সর্বক্ষেত্রে শালীন পোষাক পরে অন্যান্য নারীদের মতো স্বাধীনভাবে চলাফেরা করার প্রতি উৎসাহিত করবে।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন খেলাফত ছাত্র আন্দোলন সহ-সভাপতি মো: মুফাচ্ছির হোসেন, সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: শাহীনুর আলম আকন্দ, মো: শফিকুল ইসলাম, মো: রফিকুল ইসলাম, আরিফুল ইসলামসহ অন্যান্য প্রশিক্ষণার্থীগণ।