| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব গ্রেফতারের ঝুঁকিতে ইমরান খান


গ্রেফতারের ঝুঁকিতে ইমরান খান


মুসলিম বিশ্ব ডেস্ক     21 August, 2022     11:45 AM    


গ্রেফতার হতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বেআইনি অর্থায়ন মামলার বিষয়ে গোয়েন্দা কার্যালয়ে হাজিরা না দেওয়ায় তিনি গ্রেফতার হতে পারেন বলে জানা গেছে।  

গত শুক্রবার (১৯) আগস্ট কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফআইএ) ইমরান খানের কাছে দ্বিতীয় নোটিশ পাঠায়। কিন্তু সেই নোটিসের কোনও জবাব দেননি সাবেক এই প্রধানমন্ত্রী। শুধু তা-ই নয়, গত ১০ অগস্ট প্রথম নোটিসের প্রেক্ষিতে তদন্তকারী সংস্থার কাছে হাজিরাও দেননি ইমরান। এর পর তদন্তকারী সংস্থার তরফে তিন নম্বর নোটিস পাঠানো হবে। সেই নোটিসেরও জবাব না দিলে ইমরানকে গ্রেফতার করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এফআইএ।

তবে গত বুধবারই নোটিশ প্রত্যাহার করতে এফআইএকে আহ্বান জানান ইমরান খান । এফআইএ-র নোটিস প্রত্যাহার করতে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইমরান খান বলেন, ‘আমি উত্তর দিতে বাধ্য নই। কোনও তথ্য পেশ করতেও বাধ্য নই। দু’দিনের মধ্যে নোটিস যদি প্রত্যাহার না করা হয়, তা হলে আইনি পদক্ষেপ করব।’

সূত্র : টাইমস অব ইন্ডিয়া