| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আফগান বিশ্ববিদ্যালয়ে বাড়ানো হচ্ছে ধর্মীয় ক্লাস


আবদুল বাকি হাক্কানী

আফগান বিশ্ববিদ্যালয়ে বাড়ানো হচ্ছে ধর্মীয় ক্লাস


মুসলিম বিশ্ব ডেস্ক     21 August, 2022     08:34 AM    


আফগান বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় ক্লাস আরও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীদের ইসলামী শিক্ষা ক্লাসে বাধ্যতামূলক যোগ দিতে হবে। আমরা বিদ্যমান আটটি বিষয়ের সাথে আরো পাঁচটি ধর্মীয় বিষয় যুক্ত করছি। যেগুলোর মধ্যে রয়েছে- ইসলামের ইতিহাস, রাজনীতি ও শাসন প্রক্রিয়া। পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় ক্লাসের সংখ্যা সপ্তাহে এক থেকে তিন পর্যন্ত বাড়বে।

গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বর্তমান স্কুল পাঠ্যক্রম থেকে কোনো বিষয় বাদ দেওয়ার নির্দেশ তালেবান দেবে না। তবে সংস্কার আসতে পারে।

এদিকে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা আব্দুল খালিক সাদিক বলেন, গ্রামীণ এলাকার পরিবারগুলো এখনও মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে পাঠানোর প্রয়োজনীয়তা সম্পর্কে আশ্বস্ত নয়। আমরা একটি সঠিক নীতি নিয়ে আসার চেষ্টা করছি... যাতে গ্রামীণ এলাকার মানুষ আশ্বস্ত হয় ।

সূত্র : আরব নিউজ।