| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি মেনে নিন : খেলাফত মজলিস


চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি মেনে নিন : খেলাফত মজলিস


রহমত ডেস্ক     17 August, 2022     12:04 AM    


দেশের ১৬৭ টি চা বাগানে কর্মরত শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছে চা শ্রমিকেরা। চা শ্রমিকদের আন্দোলনের সাথে সহমত পোষণ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

বুধবার (১৭ আগস্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো সহ- প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু স্বাক্ষরিত যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।

নেতৃদ্বয় বলেন, দেশের রপ্তানীমুখী ও লাভজনক চা শিল্পে কর্মরত শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ১২০ টাকা যা দিয়ে বর্তমান দুমূর্ল্যরে বাজারে কোনোভাবেই জীবিকা নির্বাহ সম্ভব নয়। আন্দোলনরত শ্রমিকদের দাবী দৈনিক মজুরি ন্যুনতম ৩০০ টাকাও কিন্তু বেশি নয়। সরকারের উচিত কালক্ষেপন না করে মালিকপক্ষের সাথে আলোচনার মাধ্যমে শ্রমিকদের এ দাবি মেনে নেওয়া। চাপ প্রয়োগ করে ন্যায্য দাবিকে উপেক্ষা করার পরিণতি কখনো ভালো হয় না। অবিলম্বে চা শ্রমিকদের ন্যায্য দাবী মেনে নিয়ে যুগ যুগ ধরে চলা মজুরী বৈষম্যের অবসান ঘটাতে সরকারকে অবশ্যই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।