| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব পাকিস্তানে বাস-ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত ২০


পাকিস্তানে বাস-ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত ২০


মুসলিম বিশ্ব ডেস্ক     16 August, 2022     03:33 PM    


পাকিস্তানের পাঞ্জাবে একটি তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে মুলতান-সুক্কুর মোটরওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

মুলতানের জেলা প্রশাসক তাহির ওয়াট্টু এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাহোর থেকে করাচিগামী যাত্রীবাহী বাসটি মোটরওয়ের জালালপুর পীরওয়ালা ক্রসিংয়ে পেছন দিক থেকে তেলের ট্যাঙ্কারকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর আগুন ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই ২০ জন মারা যান। ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

এদিকে, মোটরওয়ে পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে ডননিউজটিভি জানায়, ট্যাঙ্কারটি কয়েক হাজার লিটার পেট্রোল বহন করছিল।

তিনি আরও জানান, দুর্ঘটনার আপাত কারণ বাসচালক ঘুমিয়ে পড়েছিলেন বলে মনে হচ্ছে।

দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

এক টুইট বার্তায় তিনি বলেন, দুর্ঘটনায় ২০ জনের মূল্যবান প্রাণ হারানোর ঘটনায় আমি শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের জন্য আমার সমবেদনা ও দোয়া রইল।

সূত্র : ডন