| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে পাকিস্তানি মুদ্রা


ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে পাকিস্তানি মুদ্রা


মুসলিম বিশ্ব ডেস্ক     11 August, 2022     05:11 PM    


ডলারের বিপরীতে ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে পাকিস্তানের রুপি। গত মাসে ডলারের বিপরীতে ক্রমাগত পতনের পর ধারাবাহিকভাবে শক্তিশালী হচ্ছে পাকিস্তানি মুদ্রা। বৃহস্পতিবারও ডলারের বিপরীতের পাকিস্তানি রুপির ঊর্ধ্বমুখী ভাব লক্ষ্য করা যায়। 

এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন পাকিস্তান (ইসিএপি) জানিয়েছে, দেশটিতে এখন প্রতি ডলার আগের চেয়ে ৪.৬৬ রুপি কমে বিক্রি হচ্ছে। আন্তঃব্যাংক লেনদেনে এক ডলারের দাম এখন ২১৭.২৫ রুপি। খবর জিও টিভির।

আগের দিন প্রতি ডলার বিক্রি হয়েছে ২২১.৯১ রুপিতে। বাজারে ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির এই ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে।

সূত্রের বরাত দিয়ে দ্য নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, সপ্তাহান্তের আগে পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে অভিপ্রায় পত্র (এলওআই) পাবে বলে আশা করা হচ্ছে। এর ফলে আইএমএফের কাছ থেকে ১.১৭ বিলিয়ন ডলারের ঋণ পাওয়ার পথ সুগম হবে। এদিকে পাকিস্তানে সংযুক্ত আমিরাতের বিনিয়োগে দেশটির মার্কেটে চাঙা ভাব লক্ষ্য করা গেছে। চ্যানেল২৪।