| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইউক্রেনের মতো ফিলিস্তিনও স্বাধীনতার হকদার: দক্ষিণ আফ্রিকা


ইউক্রেনের মতো ফিলিস্তিনও স্বাধীনতার হকদার: দক্ষিণ আফ্রিকা


আন্তর্জাতিক ডেস্ক     10 August, 2022     01:29 PM    


দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডর বলেছেন, ইউক্রেনের জনগণ যেভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে, সুনজর কেড়েছে, ফিলিস্তিনি জনগণও সেই একই মনোযোগের দাবিদার।

জোহানেসবার্গে সোমবার (০৮ আগস্ট) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর মিডল ইস্ট মনিটর।

নালেদি প্যান্ডর বলেন, আমরা স্পষ্ট ভাষায় জানাচ্ছি দক্ষিণ আফ্রিকায় এমন কেউ নেই যে যুদ্ধ সমর্থন করে। একই সাথে বলছি, আমরা এ লড়াই বন্ধে কূটনীতির সর্বোচ্চ প্রচেষ্টা দেখতে চাই এবং এই ভয়ঙ্কর সংঘাতের সমাধানে আলোচনা করতে চাই।

প্যান্ডর বলেন, দক্ষিণ আফ্রিকার সরকার বিশ্বাস করে জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক মানবিক আইনের সাথে জড়িত সমস্ত নীতিগুলো কোনো কোনো দেশ নয় বরং সমস্ত দেশের জন্যই বহাল থাকা উচিত। ইউক্রেনের জনগণ যেমন তাদের ভূখণ্ড এবং স্বাধীনতার যোগ্য দাবিদার, তেমনি ফিলিস্তিনের জনগণ তাদের ভূমি ও স্বাধীনতার যোগ্য। ফিলিস্তিনের জনগণের সাথে যা ঘটছে তা নিয়ে আমাদের ইউক্রেনের মতো সমানভাবে উদ্বিগ্ন হওয়া উচিত। কিন্তু আমরা সবাইকে এক চোখে দেখিনি।

-মিডল ইস্ট মনিটর