| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ৫৬ ঘণ্টায় ইসরাইলে ১ হাজার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ফিলিস্তিনিরা


৫৬ ঘণ্টায় ইসরাইলে ১ হাজার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ফিলিস্তিনিরা


মুসলিম বিশ্ব ডেস্ক     09 August, 2022     08:20 AM    


ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা ৫৬ ঘণ্টায় ইসরাইলে প্রায় এক হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনী।

এক বিবৃতিতে তারা বলেছে, রোববার (০৭ আগস্ট) রাত সাড়ে ১১টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন ইসরাইলে প্রায় এক হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইসরাইলি দৈনিক হারেৎজ লিখেছে, গাজায় সাম্প্রতিক হামলা ইসরাইলের জন্য কলঙ্কজনক পরাজয় ডেকে এনেছে। এই পত্রিকাটি গাজায় হামলার নিন্দা জানিয়ে লিখেছে, এই হামলার পর ইসরাইলিদের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছিল। দৈনিকটি ইসরাইলকে তার নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে।

এছাড়া গাজায় নির্মাণ সামগ্রী প্রবেশের অনুমতি দিতেও পত্রিকাটি দখলদার ইসরাইলকে পরামর্শ দিয়েছে।

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন কয়েকটি শর্তে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এর একটি হলো গাজার সব ক্রসিং পয়েন্ট খুলে দিতে হবে এবং অবরোধ শিথিল করতে হবে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এখন থেকে ক্রসিং পয়েন্টগুলো দিয়ে গাজায় জ্বালানি প্রবেশ করতে পারবে।

-পার্সটুডে