| |
               

মূল পাতা জাতীয় বাংলাদেশকে আরও ১৫ লাখ টিকা দিলো যুক্তরাষ্ট্র 


বাংলাদেশকে আরও ১৫ লাখ টিকা দিলো যুক্তরাষ্ট্র 


রহমত ডেস্ক     08 August, 2022     06:49 PM    


বাংলাদেশের ৫-১১ বছর বয়সী শিশুদেরকে করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য ফাইজারের আরও ১৫ লাখ ডোজ কোভিড-১৯ টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের চালানটি শিশুদের জন্য অনুদানের টিকার দ্বিতীয় চালান। এ পর্যন্ত ৭৫ মিলিয়ন বা ৭ কোটি ৫০ লাখ ডোজের বেশি করোনাভাইরাস প্রতিরোধী টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের পাওয়া অনুদানের করোনা টিকার দুই-তৃতীয়াংশেরও বেশি এসেছে বলেও জানায় দূতাবাস।

এছাড়া করোনা মহামারি মোকবিলায় ও মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশকে ১৪ কোটি ডলারেরও বেশি অনুদান দিয়েছে দেশটি।