| |
               

মূল পাতা আন্তর্জাতিক হোটেল রুম থেকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধানের মরদেহ উদ্ধার


হোটেল রুম থেকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধানের মরদেহ উদ্ধার


আন্তর্জাতিক ডেস্ক     06 August, 2022     02:03 PM    


তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন ইউনিটের উপপ্রধান ওউ ইয়াং লি-হসিংয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (০৬ আগস্ট) সকালে দক্ষিণ তাইওয়ানের একটি হোটেলের রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সেন্ট্রাল নিউজ এজেন্সির (সিএনএর) বরাত দিয়ে রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে।

সরকারি কেন্দ্রীয় সংবাদ সংস্থার মতে ৫৭ বছর বয়সী ওউ ইয়াং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং হোটেলে কোনো অনুপ্রবেশের চিহ্ন দেখা যায়নি।

তার পরিবার জানায়, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং তার একটি কার্ডিয়াক স্টেন্ট ছিল।

ওউ ইয়াং পিংতুংয়ের দক্ষিণাঞ্চলীয় কাউন্টিতে একটি ব্যবসায়িক সফরে ছিলেন, সিএনএ জানিয়েছে, তিনি বিভিন্ন ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রকল্পের তত্ত্বাবধানের জন্য এ বছরের শুরুতে দায়িত্ব লাভ করেন।