| |
               

মূল পাতা জাতীয় এলপিজি গ্যাসের দাম কেজিতে ৩ টাকা কমেছে


এলপিজি গ্যাসের দাম কেজিতে ৩ টাকা কমেছে


রহমত ডেস্ক     02 August, 2022     08:34 PM    


এবার এলপিজি গ্যাসের দাম কেজিতে ৩ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। এই হিসাবে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমে এক হাজার ২১৯ নির্ধারণ করা হয়েছে। অটো গ্যাসেরও একইভাবে দাম কমেছে। নতুন সিদ্ধান্ত অনুসারে, বোতলজাত ৫ কেজি ওজনের এলপিজির মূল্য ৫৫৯ টাকা, ১২ কেজির দাম এলপিজির মূল্য এক হাজার ২১৯ টাকা। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৫৬ টাকার ৮৫ পয়সা। যা মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে কার্যকর হবে।

আজ (২ আগস্ট) মঙ্গলবার বিইআরসি আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব খলিলুর রহমান, সদস্য মোকবুল ই ইলাহি, আবু ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমলেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে। মূসকও বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে প্রতি কেজিতে দাম খুব বেশি একটা কমানো যায়নি। কেউ বেশি দাম চাইলে ভোক্তা অধিদফতরে অভিযোগ দিন, অথবা আমাদেরকে জানান। অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ভোক্তা অধিদফতর বেশ কিছু অভিযান পরিচালনা করেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি সিপি অনুসারে প্রোপেন ও বিউটেনের দাম প্রতি টন যথাক্রমে ৭২৫ ডলার থেকে কমে ৬৭০ এবং ৭২৫ থেকে কমে ৬৬০ ডলার হয়েছে। প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত বিবেচনায় আগস্টের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুসারে, আজ থেকে প্রতি কেজি এলপিজির নির্ধারণ করা হয়েছে ১০১ টাকা ৬২ পয়সা। যা জুলাইয়ে ছিল ১০৪ টাকা ৫২ পয়সা। এই হিসাবে এখন ১২ কেজি সিলিন্ডারের দাম পড়বে এক হাজার ২১৯ টাকা, যা জুলাই মাসে ছিল এক হাজার ২৫৪ টাকা। আর জুনে ছিল এক হাজার ২৪২ টাকা। মে মাসে ছিল এক হাজার ৩৩৫ টাকা। আর আগস্ট মাসের জন্য মুসকসহ অটোগ্যাসের দাম লিটার প্রতি ৫৬ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করেছে কমিশন, যা জুলাই মাসে ছিল ৫৮ টাকা ৪৬ পয়সা। বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারকারীদের এলপিজির দাম কিছুটা কমেছে। রেটিকুলেটেড এলপিজি প্রতি কেজির দাম ৯৮ দশমিক ৩৮ টাকা এবং রেটিকুলেটেড গ্যাসীয় অবস্থায় প্রতি লিটারের দাম ০ দশমিক ২১৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।