রহমত ডেস্ক 01 August, 2022 08:24 PM
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশে ইউরিয়া সারের সর্বোচ্চ খুচরা দাম কেজিতে ৬ টাকা বাড়ানোর মধ্যদিয়ে কৃষকদেরকে কৃষিকাজ থেকে বিরত রাখার চক্রান্ত হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হবে। এক কেজি সারে কিভাবে একসাথে ৬ টাকা বৃদ্ধি হতে পারে? বাংলাদেশের কৃষকদের কৃষিকাজে নিরুৎসাহিত করে এবং পার্শ্ববর্তী দেশ নির্ভর হচ্ছে কিনা দেশবাসীকে তা খতিয়ে দেখতে হবে।আজ (১ আগস্ট) সোমবার বিকালে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ইউনুছ আহমাদ বলেন, দ্রব্যমল্যের কষাঘাতে জনজীবন যখন চরম দুর্বিষহ। এর মধ্যে সারের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকদের নিশ্চিত বিপদে ঠেলে দেয়া হলো। বিশ্বব্যাপী কৃষকদের কৃষিপণ্য সরকারের পক্ষ বিনা মূল্যে কিংবা নামমাত্র মূল্যে দেয়ার নিয়ম রয়েছে। ব্যতিক্রম বাংলাদেশ। এভাবে কৃষিপণ্যের দাম বাড়লে থাকলে ভবিষ্যতে কৃষিকাজ করার মত কেউ থাকবে না। দেশ ও কৃষকদেরকে বাচাঁতে হলে তাদের সবধরণের সুযোগ সুবিধা দিতে হবে। বিনাসুদে ঋণ সুবিধা দিতে হবে। তাহলেই কৃষক বাঁচবে।