| |
               

মূল পাতা সারাদেশ জেলা শ্রীলঙ্কার মতোই বাংলাদেশের অবস্থা হতে যাচ্ছে : মিনু


শ্রীলঙ্কার মতোই বাংলাদেশের অবস্থা হতে যাচ্ছে : মিনু


রহমত ডেস্ক     31 July, 2022     07:17 PM    


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, দ্রব্যমূল্যের ঊধ্বগতির কারণে ক্রয় ক্ষমতা না থাকায় দেশের ৪২ শতাংশ মানুষ ঠিকমতো খেতে পারছে না। শ্রীলঙ্কার মতোই বাংলাদেশের অবস্থা হতে যাচ্ছে। যেকোনো সময় দেশের মানুষ এই সরকারের পতন ঘটাবে। শুধু তাই নয়, এবার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে হারিকেন ও মোমবাতি হাতে দিয়ে দেশ থেকে বিদায় করা হবে। সরকার বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। দেশ আজ একটি পরিবারের কাছে জিম্মি। যেভাবে শ্রীলঙ্কা একটি পরিবারের দুর্নীতির কারণে দেউলিয়া হয়েছে তেমনি আমাদের দেশও সেই পথে হাঁটছে।

আজ (৩১ জুলাই) রবিবার সকালে সিরাজগঞ্জের ইবি রোডস্থ ভাসানী মিলনায়তনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে সারা দেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, কাজিপুর উপজেলা আহ্বায়ক নাজমুল হাসান তালুকদার রানা প্রমুখ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রাজশাহী সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদর