| |
               

মূল পাতা সারাদেশ জেলা লোডশেডিংয়ের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ


লোডশেডিংয়ের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ


নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি      31 July, 2022     06:22 PM    


খাগড়াছড়িতে সারাদেশে অসহনীয় লোডশেডিং ও জালানী খাতে অব্যবস্হাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আজ (৩১ জুলাই) রবিবার সকাল ১১ টায় জেলা শহরস্হ কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চট্টগ্রাম বিভাগয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম বলেন, বর্তমানে মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির কারণে চরম দুর্দিনের দৈনন্দিন জীবন অতিবাহিত করছে। এমতাবস্থায় দেশব্যাপী অসহনীয় লোডশেডিং এর কারণে জনজীবন জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। সরকারের চরম দুর্নীতি এবং অদূরদর্শিতার কারণে দেশের বিদ্যুৎ খাত ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। রাতের ভোটের সরকারের পতন ছাড়া দেশের মানুষের মুক্তি সম্ভব নয়।সকলকে জুলুমবাজ সরকারের বিরুদ্ধে গণআন্দোলন ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে ও জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সেক্রেটারি এম এন আফছার, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু,মোশারফ হোসেন মেম্বার,অনিমেষ চাকমা রিঙ্কু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর