| |
               

মূল পাতা জাতীয় ‘পাক হাইকমিশনের পতাকার ছবি আমাদের পছন্দ নয়’


‘পাক হাইকমিশনের পতাকার ছবি আমাদের পছন্দ নয়’


রহমত ডেস্ক     24 July, 2022     12:53 PM    


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের জাতীয় পতাকার সাথে পাকিস্তানের পতাকাজুড়ে দিয়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন যে ছবি প্রকাশ করেছে, সেটা আমাদের পছন্দ নয়। পাকিস্তান প্রত্যেক দেশের পতাকা নিয়ে বিভিন্ন মিশনের পেজে ছবি আপলোড করেছে। শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের মিশনে তাদের অর্ধেক পতাকা, আর সেসব দেশের পতাকার ছবি এক সাথে দিয়েছে। আমরা পাকিস্তানকে বলেছি এটা আমাদের পছন্দ নয়। তারা জানিয়েছেন, তারা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই ছবি প্রকাশ করেননি। এ সময় নিজের মোবাইলে সাংবাদিকদের বেশ কয়েকটি দেশের সঙ্গে পাকিস্তানের পতাকার ছবিও দেখান তিনি। আজ (২৪ জুলাই) রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় আসন্ন ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

বৃহস্পতিবার (২১ জুলাই) ঢাকার পাকিস্তান হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজের কভার ফটো হিসেবে আপলোড করে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। সেখানে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একীভূত করে প্রকাশ করা হয়। তারপর থেকেই সামাজিক গণমাধ্যমে শুরু হয়ে যায় তোলপাড়। পতাকার ছবিটি পোস্ট করার পর পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে সমালোচনা শুরু হয়ে যায়। পরে পাকিস্তান হাইকমিশন কমেন্টস অপশন বন্ধ করে দেয়। এখন সেখানে কেউ কমেন্ট করতে পারছেন না। বাংলাদেশের জাতীয় পতাকার সাথে পাকিস্তানের পতাকাজুড়ে দিয়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন যে ছবি প্রকাশ করেছে, সেই ছবি নামিয়ে ফেলার জন্য শনিবার নির্দেশ দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকার পাকিস্তান হাইকমিশনকে এই বিষয়ে বলা হয়। তবে রবিবার ১২টা ১২ মিনিটেও হাইকমিশনের ফেসবুক পেজে সেই পতাকা দেখা গেছে।