| |
               

মূল পাতা আন্তর্জাতিক দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী গ্রেফতার


দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী গ্রেফতার


আন্তর্জাতিক ডেস্ক     23 July, 2022     02:28 PM    


প্রায় ২৭ ঘণ্টা একটানা জেরার পরে পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। তাকে সিজিও কমপ্লেক্সের ইডি অফিসে নিয়ে যাওয়া হচ্ছে। আজ শনিবারই (২৩ জুলাই) তাকে আদালতে তোলা হবে।

সরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে তার সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়কেও। অর্পিতার বাড়ি থেকে শুক্রবার উদ্ধার করা হয় নগদ প্রায় ২১ কোটি রুপি ও প্রায় ৫০ লাখ রুপির স্বর্ণ।

পার্থ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের মহাসচিব। এদিকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তাদের মেডিকেল করা হবে। এরপর তোলা হবে আদালতে। ইডির তরফ থেকে জানানো হয়েছে আদালতে রিমান্ডে চাওয়া হবে তাদের।

কলকাতায় তদন্ত ও জিজ্ঞাসাবাদে সমস্যা হলে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জিকে।

সূত্র : আনন্দবাজার