| |
               

মূল পাতা সারাদেশ জেলা পটুয়াখালীতে গোলাম মাওলা রনির বসতবাড়ি উচ্ছেদ


পটুয়াখালীতে গোলাম মাওলা রনির বসতবাড়ি উচ্ছেদ


রহমত ডেস্ক     19 July, 2022     04:50 PM    


পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে সরকারি সম্পত্তিতে থাকা সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে।

আজ (১৯ জুলাই) মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুমের নেতৃত্বে এক অভিযানে এ বসতবাড়ি উচ্ছেদ করা হয়। এছাড়াও, ওই বাজারের আরো কমপক্ষে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় ৩০ শতাংশ সরকারি জমি দখলমুক্ত হয়েছে।

গলাচিপা উপজেলা প্রশাসন সূত্র জানায়, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি উলানিয়া বাজারে চান্দিনা ভিটার জমি এক বছর মেয়াদী বন্দোবস্ত নিয়ে অবৈধভাবে পাকা স্থাপনাসহ দ্বিতল ভবন নির্মাণ করে বসবাস করে আসছেন। সরকারি জমি থেকে তার স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। তাই আজ সকালে জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালায়।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার বলেন, পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সাবেক সংসদ সদস্যের বসতবাড়িসহ ওই বাজারের কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেন, এটা মূলত আমার বাবার বাড়ি। ১৯৬০ সাল থেকে আমরা ওখানে বসবাস করছি। এ বিষয়ে হাইকোর্টে একটি রিট মামলা চলমান। এরপরও কীভাবে তারা আমার ঘরবাড়ি উচ্ছেদ করেছে তা জানি না। আগামীকাল বুধবার আদালতকে বিষয়টি জানাবো।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গোলাম মাওলা রনি লিখেন, আইন বিজ্ঞানের এক জন ছাত্র হিসাবে আমি কিছুতেই বুঝতে পারছি না যে মহামান্য হাই কোর্টে একটি মামলা স্ট্যান্ড ওভার থাকা অবস্থায় পটুয়াখালী জেলা প্রশাসক এবং গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কিভাবে আমার পৈতৃক বাড়িটি আজ ভাংছে ! হাই কোর্টের ১৭ নম্বর বেঞ্চে মাননীয় বিচারপতি জাফর আহমেদ এর আদালতে শুনানির জন্য গৃহীত একটি রিট যার নম্বর ৭৫৪১/২০২২ তা কিভাবে মাঠ প্রশাসন অমান্য করে এবং আদালতের সকল কাগজ দাখিল করার পরও তারা উল্টা পাল্টা কথা বলে উচ্চ আদালতকে বুড়ো আঙ্গুল দেখায় তা আমার বোধগম্য নয়। কাল হাই কোর্ট খুলবে ! বিষয়টি আদালতের নজরে আনা ছাড়া আমার আর কি বা করার আছে !


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: বরিশাল পটুয়াখালী গলাচিপা