| |
               

মূল পাতা জাতীয় সরকার তিস্তাপাড়ের মানুষের আর দুশ্চিন্তার কারণ নেই: সমাজকল্যাণমন্ত্রী


তিস্তাপাড়ের মানুষের আর দুশ্চিন্তার কারণ নেই: সমাজকল্যাণমন্ত্রী


রহমত ডেস্ক     17 July, 2022     03:17 PM    


তিস্তার ভাঙনকবলিত এলাকার মানুষের বন্যা ভয়াবহতা নিয়ে আর দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি বলেন,  প্রতিবছর বন্যায় তিস্তাপাড়ের মানুষেরা ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েন। এসব মানুষের আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সে টাকা দিয়ে তিস্তার তীরে বেড়িবাঁধ নির্মাণ হবে। বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন তিস্তাপাড়ের মানুষ নিরাপদ থাকবে। তাই প্রধানমন্ত্রীকে খুশি রাখতে নৌকায় ভোট দিতে হবে। তাহলে তিস্তাপাড়ের মানুষের কোনো কষ্ট থাকবে না।

রোববার (১৭ জুলাই) লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মহিষখোচা চৌরাহা এলাকায় তিস্তা নদীর ভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুরুজ্জামান আহমেদ বলেন, তিস্তার জন্য ৫০ কোটি টাকা কিছুই নয়। তবুও এ বাঁধ সংরক্ষণে যত টাকা লাগবে, বঙ্গবন্ধুর কন্যা জনগণের স্বার্থে দিয়ে যাবেন। মানুষের দুঃখ ঘোচাতে প্রধানমন্ত্রী বেড়িবাঁধ দিয়েছেন।

এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি আর সারোয়ার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য মন্ত্রীর সহকারী ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রফিকুল আলম, মহিষখোচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী প্রমুখ।