| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন ধর্মীয় বা নৈতিক শিক্ষায় কোনো ঘাটতি নেই : শিক্ষামন্ত্রী


ফাইল ছবি

ধর্মীয় বা নৈতিক শিক্ষায় কোনো ঘাটতি নেই : শিক্ষামন্ত্রী


রহমত ডেস্ক     18 July, 2022     02:06 PM    


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ধর্মীয় বা নৈতিক শিক্ষায় কোনো ঘাটতি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিষয় নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। দেশকে অস্থিতিশীল করতে একটি পক্ষ এই কাজগুলো করছে।

সোমবার (১৮ জুলাই) সকালে সিলেট সার্কিট হাউজে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক শিক্ষক লাঞ্ছনার বিষয়ে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের লাঞ্ছিত করে একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চায়।

তিনি আরও বলেন,  আগামী ২৪ জুলাইয়ের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে। এবারের বন্যায় সিলেটে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখনও শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে।

এর আগে গতকাল  (১৭ জুলাই) দুপুর ১টায় সংবাদ সম্মেলনে এসএসসি ও এইচএসসি  পরীক্ষার তারিখ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা এবং নভেম্বরে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।