| |
               

মূল পাতা জাতীয় দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২১


দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২১


রহমত ডেস্ক     16 July, 2022     09:56 PM    


দেশে গত ২৪ ঘণ্টায়  চলমান বন্যায় সিলেট জেলায় আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনিয়ে শনিবার (১৬ জুলাই) সকাল পর্যন্ত বন্যায় মোট প্রাণহানির সংখ্যা ১২১ জনে দাঁড়িয়েছে। মৃত দুজনই বন্যার পানিতে ডুবে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে সিলেটে ৬৭ জন, ময়মনসিংহে ৪১ জন, রংপুরে ১২ জন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছেন।

এনিয়ে বন্যায় মোট প্রাণহানির সংখ্যা ১২১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। জেলা হিসাবে বেশি মানুষ মারা গেছে সুনামগঞ্জে।

মৃতদের মধ্যে বন্যার পানিতে ডুবে ৯৪ জন, বজ্রপাতে ১৫ জন, সাপের কামড়ে দুজন, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য কারণে ৯ জন মারা গেছেন। গত ১৭ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত মৃত্যুর এ সংখ্যা রেকর্ড করা হয়েছে।