মূল পাতা শিক্ষাঙ্গন অধ্যক্ষ নির্যাতন; জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
আন্তর্জাতিক ডেস্ক 13 July, 2022 08:42 PM
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ (১৩ জুলাই) বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের ঘটনা জানার পরই এই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, অধ্যক্ষ মারধরের ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কমিটিকে দ্রুত সরেজমিনে গিয়ে ঘটনা বিস্তারিত জেনে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেন উপাচার্য।
উল্লেখ্য, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী গত ৭ জুলাই গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে হকিস্টিক দিয়ে মারধর করেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে সংসদ সদস্য এ অভিযোগ অস্বীকার করেছেন। অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) সভাপতি নজরুল ইসলাম রনি। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি-বাকবিশিস। বাকবিশিসের সভাপতি নুর আহমদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর বুধবার (১৩ জুলাই) গণমাধ্যমে এই বিবৃতি পাঠান।