| |
               

মূল পাতা আন্তর্জাতিক উপমহাদেশ নিজ হাতে বাংলাদেশিকে ফুচকা বানিয়ে খাওয়ালেন মমতা


নিজ হাতে বাংলাদেশিকে ফুচকা বানিয়ে খাওয়ালেন মমতা


আন্তর্জাতিক ডেস্ক     13 July, 2022     04:11 PM    


তিন দিনের উত্তরবঙ্গ সফরে দার্জিলিং গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (১২ জুলাই) সকালে ‘গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)’-এর শপথ অনুষ্ঠান শেষে তিনি পাহাড়ি রাস্তায় বেরিয়ে পড়েন। পথে মমতার চোখ পড়ে নারীদের পরিচালিত ‘অঞ্জলি সেলফ হেল্প গ্রুপ’ নামের একটি ফুচকার দোকানে। সেখানে নেমে নারী কর্মীদের সঙ্গে কথা বলা শুরু করেন মমতা। পরে এক বাংলাদেশি নাগরিকসহ আশপাশে থাকা শিশুদের নিজ হাতে বানিয়ে ফুচকা খাওয়ান।

ফুচকার দোকানে দেখা যায়, মমতা চামচ দিয়ে ফুচকা ভেঙে, তার মধ্যে একে একে আলু–মটরের মশলা ভরে বাচ্চাদের হাতে তুলে দিচ্ছেন। এমনকি সেখানে উপস্থিত এক বাংলাদেশি পর্যটকের হাতেও ফুচকা তুলে দেন তিনি।এদিন দার্জিলিংয়ে নতুন ক্যাফে হাউসের উদ্বোধন করেন মমতা ব্যানার্জি। উদ্বোধন শেষে আড্ডায় মজে যান। গলা মেলান রবীন্দ্র সঙ্গীতেও।

জিটিএ’‌র শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘পাহাড়ের দখল নিতে আসব না আমি, পাহাড়কে ভালবাসতে আসব। আমি শুধু দেখতে চাই দার্জিলিং ইজ স্মাইলিং, কার্শিয়াং ইজ অলসো স্মাইলিং। কে, কোন দলের ভুলে যান। মানুষের জন্য কাজ করুন। পাহাড় উন্নয়ন চায়, শান্তি চায়। তাই জিটিএ চায় পাহাড়। এর আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে নিজের হাতে মোমো বানিয়েছিলেন মমতা। স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন, সেই মোমো বিক্রেতাদের দোকান করে দেওয়ার।